“মোঃ মুজাহিদুল ইসলাম”
(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪ ডটকম)ঃ
কাশিমপুরে অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগের ১ নেতা সহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ২ জন গ্রেপ্তার -গত ইং-০৫/০৭/২০২৫ তারিখ রবিবার রাতে মহানগরীর কাশিমপুর থানাধীন এনায়েতপুর গ্রাম হইতে এসআই আরিফ হোসেন মোবাইল-৪ নাইট ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে গ্রেপ্তার করা হয়। ডেভিল হান্টের গ্রেপ্তারকৃত হলেন- এস এম তানজীম হাসান মিঠু (২৬),পিতা-শামীমা আক্তার বাবু, মাতা-মুক্তা বেগম, গ্রাম এনায়েতপুর সবুজ কানন, কাশিমপুর থানা- গাজীপুর মহানগর, ও নারী ও শিশু নির্যাতন মামলায়, ২। মোঃ সাব্বির আহমেদ (৩০), পিতা-সাহাবুদ্দিন, মাতা-সালিমা বেগম, সাং-লতিফপুর (বুনিয়ান ফ্যাক্টরির পাশে), থানা-কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর, ৩। সাহাবুদ্দিন (৬২), পিতা-মৃত উজির আলী, মাতা-মৃত তৈয়বা বেগম, সাং-লতিফপুর (বুনিয়ান ফ্যাক্টরির পাশে), থানা-কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর।এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, রাতে কাশিমপুরের বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে ছাত্রলীগের যুগ্ন আহবায়ক এস এম তানজিম মিঠু সহ নারী ও শিশু নির্যাতন মামলার আরো ২জন কে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।