,

২২০ বস্তা চাউল উদ্ধারসহ মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতারঃ-৩

“তারিকুল জুয়েল”

গাজীপুর, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) :

গাজীপুর সদর মেট্রো থানাধীন এক ডাকাতি মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। বাঙ্গালগাছ বাজারের এক চালের আড়তে ডাকাতির মামলায় ৩ ডাকাতকে গ্রেফতার করে এ রহস্য উদঘাটন করল পুলিশ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বেলা ১১টায় জিএমপি প্রধান কার্যালয় প্রেস রিলিজে এই তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
এসময় ডিসি আবু তোরাব মো. সামসুর রহমান গণমাধ্যমকে জানান, গত ১৯ জানুয়ারি রাত ২টার দিকে সদর মেট্রো থানাধীন বাঙ্গালগাছ বাজারের মুজিবর রহমান এর চাউলের আড়তে ৮/১০ জন অজ্ঞাতনামা ডাকাত বাজারের নিরাপত্তা প্রহরীকে বেধে মারধর করে আড়তের তালা ভেঙ্গে দুটি নম্বর প্লেট বিহীন পিকআপে করে ২২০ বস্তা চাউল ডাকাতি করে নিয়ে যায়।
মামলাটি তদন্তকালে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) জনাব রেজওয়ান আহমেদ এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় সদর মেট্রোথানা ও কোনাবাড়ী মেট্রোথানার যৌথ অভিযানে বশির নামে এক ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বশিরের তথ্য মতে টাঙ্গাইল জেলার কালিহাতি ও ভুয়াপুর থানা এলাকা হতে রাজু ও মিজানুর নামে ০২ জনকে গ্রেফতার করে ২২০ বস্তা চাউলউদ্ধার করে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ আন্তঃ জেলা ডাকাত চক্রের সাথে জড়িত থেকে বিভিন্ন জেলায় চাউল ও বিভিন্ন মালামাল ডাকাতি করে থাকে। মামলাটি তদন্তাধীন আছে ও অন্যান্য ডাকাতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলেও জানান ঐ পুলিশ কর্মকর্তা।

গ্রেফতারকৃত মোঃ বশির (৪৫), পিতা-মৃত রফিক ব্যাপরী, মাতা- নূরজাহান, সাং-আইরা মোহন কান্দাপাড়া, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ বর্তমানে আমবাগ, কোনাবাড়ী, জিএমপি, গাজীপুর। মোঃ রাজু মোল্লা (৩০), পিতা-আলী আকবর, মাতা-মোছা: রাজিয়া, সাং-কুরশিলা নয়াপাড়া, থানা-কালিহাতি, জেলা-টাঙ্গাইল। মোঃ মিজানুর রহমান (৩০), পিতা-মোঃ আব্দুর রহমান, মা- মোছাঃ নাজেরা আক্তার, সাং-সিংগাইড মাওলানা বাড়ী, থানা-কালিহাতি, জেলা-টাঙ্গাইল।
প্রেস রিলিজে আরো উপস্থিত ছিলেন, রেজওয়ান আহম্মেদ পিপিএম, এডিসি (উত্তর), ফাহিম আমজাদ এসি সদর জোন, মোঃ দিদার,এসি কোনাবাড়ি জোন, জিয়াউল ইসলাম ওসি সদর মেট্রো গাজীপুর।


More News Of This Category