,

স্বল্প মেয়াদে হাই পারফরমেন্সের কোচিং প্যানেলে রাজ্জাক

(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : স্বল্প মেয়াদে হাই পারফরমেন্স ইউনিটের স্পিন পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ নির্বাচক প্যানেলের সদস্য ও সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। ১৪ মে থেকে শুরু হতে যাওয়া আসন্ন ক্যাম্পে যোগ দিবেন তিনি। ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের পর গত বছরের ২৭ জুন জাতীয় দলের নির্বাচক প্যানেলে নিয়োগ পান বাঁ-হাতি স্পিনার রাজ্জাক। এবার কোচিং প্যানেলে দায়িত্ব পেলেন তিনি। সোমবার ক্রিকবাজকে রাজ্জাক বলেন, ‘হ্যাঁ, পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক-ঠাক হলে আমি এইচপি ক্যাম্পে যোগ দিব। এই মুহুর্তে কোচিংয়ে আমার সব মনোযোগ দিচ্ছি, এমনটা নয়। তবে আমার মনে হয় নিজের অভিজ্ঞতা তরুণ ছেলেদের সাথে ভাগাভাগি করতে পারবো এবং তারা এর মাধ্যমে উপকৃত হলে নিজের ভাল লাগবে। এটি আমার জন্য দারুন এক অভিজ্ঞতা হবে বলেই আমি মনে করি।’ ক্রিকবাজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান জানান, এই মুহুর্তে কোনও বিদেশি স্পিন পরামর্শকে কাজে লাগাতে না পারায়, রাজ্জাকের সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের হাই পারফরমেন্স ইউনিটের জন্য এখনও কোন ভালো স্পিন কোচ বা পরামর্শক পাইনি। তাই এইচপি ক্যাম্পে রাজ্জাককে অন্তর্ভুক্ত করতে চাই ।’ এমনকি জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সকেও এইচপি ক্যাম্পে কাজে লাগানোর পরিকল্পনা করছে বিসিবি। আগামী ১ জুন ঢাকায় আসবেন এইচপির ইউনিটের প্রধান কোচ টবি র‌্যাডফোর্ড। এর আগে নিজ দেশ থেকেই সবকিছু তদারকি করবেন তিনি। আর পেস বোলিং ইউনিটের দায়িত্ব সামলাবেন চাম্পাকা রামানায়েক।


More News Of This Category