(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম): লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ২০ সেঞ্চুরি ও ১০ হাজার রান ক্লাবের সদস্য হলেন ড্যাশিং ব্যাটার তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার পর্বে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমে আজ এ রেকর্ড গড়েন তামিম। ঝড়ো গতিতে ব্যাট করে ৭৭ বলে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০তম সেঞ্চুরি তুলে নেন তামিম। প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০টি সেঞ্চুরির মালিক হলেন তামিম। এরমধ্যে ১৪টিই জাতীয় দলের জার্সি গায়ে করেন তিনি। শেষ পর্যন্ত ৮১ বল খেলে ৯টি চার ও ৭টি ছক্কায় অপরাজিত ১০৯ রান করেন তামিম। আর এই ইনিংস খেলার পথে লিষ্ট ‘এ’ ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণও করেন তামিম। এক্ষেত্রে প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০ হাজার করলেন তামিম। ২৭৭ ম্যাচের ২৭৫ ইনিংসে ৩৮ দশমিক ৩৬ গড়ে এখন ১০০১২ রান তামিমের। ২০টি সেঞ্চুরির সাথে ৬২টি হাফ-সেঞ্চুরিও আছে তামিমের। বাংলাদেশের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৫টি সেঞ্চুরি নিয়ে দ্বিতীয়স্থানে এনামুল হক বিজয়। আর রানের দিক দিয়ে তামিমের পরই আছেন মুশফিকুর রহিম। ৩১৭ ম্যাচের ২৯৭ ইনিংসে ৯৭৭৬ রান করেছেন মুশফিক। ১৩টি সেঞ্চুরি ও ৬০টি হাফ-সেঞ্চুরি হাঁকান মুশি।