,

ডিপিএল: হাজার রানে অবিশ্বাস্য রেকর্ড বিজয়ের

(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম):  লিস্ট ‘এ’ মর্যাদা পাবার পর প্রথম কোন ব্যাটার হিসেবে ঢাকা লিগে এক মৌসুমে এক হাজার রানের অনন্য রেকর্ড গড়লেন ডান-হাতি এনামুল হক বিজয়।
চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আজ এবারের মৌসুমে ১ হাজার পূর্ণ করেছেন বিজয়। ডিপিএলের সুপার লিগের চতুর্থ রাউন্ডে বিকেএসপির চার নম্বর মাঠে আজকের ম্যাচে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিজয়। এ ম্যাচের আগে এবারের মৌসুমে বিজয়ের রান ছিলো- ১৩ ম্যাচে ৯৩০। ২টি সেঞ্চুরির সাথে ৮টি হাফ-সেঞ্চুরিও করেন তিনি। হাজার রান করতে ৭০ রানের দরকার ছিলো বিজয়ের।   রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে চলতি আসরে তৃতীয় ও লিষ্ট ‘এ’ ক্রিকেটে ১৫তম সেঞ্চুরি তুলে নেন বিজয়। শেষ পর্যন্ত ৮৪ বলে ১১টি চার ও ৬টি ছক্কায় ১১২ রানে অপরাজিত থাকেন বিজয়। এই ইনিংস খেলার পথে, এবারের মৌসুমে ১ হাজার রান পূর্ণ করেন বিজয়।
ঢাকা লিগে এর আগে কোন ব্যাটার এক মৌসুমে ১ হাজার রান করতে পারেনি। ডিপিএলের এক মৌসুমে আগের সর্বোচ্চ রান ছিলো ব্যাটার সাইফ হাসানের। ২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৬ ম্যাচে ৬২ দশমিক ৬১ গড়ে ৮১৪ রান করেছিলেন সাইফ। এবারের ডিপিএলে সবচেয়ে বেশি রানের সাথে-সাথে এক মৌসুমে ১ হাজার রান করার নজির গড়লেন বিজয়।
দেশের জার্সিতে ৪ টেস্টে ৭৩, ৩৮ ওয়ানডেতে ১০৫২ ও ১৩ টি-টোয়েন্টিতে ৩৫৫ রান করেছেন বিজয়। ২০১৯ সালে বাংলাদেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বিজয়।

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button


More News Of This Category