,

অক্টোবরের শেষে কোর্টে ফিরতে পারেন ফেদেরার

এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম :   গত দুই বছর যাবত হাঁটুর ইনজুরিতে ভোগা বিশ্ব টেনিসের সাবেক নাম্বার ওয়ান তারকা রজার ফেদেরার আগামী অক্টোবরে এটিপি সার্কিটের বাসেল ইনডোর টুর্নামেন্টের মাধ্যমে কোর্টে ফেরার আশা করছেন বলে আয়োজক সূত্র নিশ্চিত করেছে।  উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পোলিশ খেলোয়াড় হাবার্ট হারকাজের বিপক্ষে পরাজয়ের পর গত জুলাই থেকে কোন ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেননি ফেদেরার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সম্পর্কে এক বার্তা দিয়েছেন ফেদেরার, ‘ঘরের মাঠের টুর্নামেন্টে খেলতে মুখিয়ে আছি।’ আগস্টে ৪১ বছরে পা রাখতে যাওয়া ফেদেরার উইম্বডনের পর একে একে বিভিন্ন টুর্ণামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন। ঐ মাসেই আয়োজিত টোকিও অলিম্পিকেও তার খেলা হয়নি। এরপরপরই ১৮ মাসের মধ্যে তৃতীয়বার ডান হাঁটুতে অস্ত্রোপচার করান। ২০২১ সালে ফেদেরার মাত্র ১৩টি ম্যাচ খেলেছিলেন, এর আগের বছর খেলেছেন মাত্র ৬টি ম্যাচ।
এ পর্যন্ত ক্যারিয়ারে ২০টি গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জিতেছেন। নোভাক জকোভিচও সম সংখ্যক গ্র্যান্ড স্লাম জেতার কৃতিত্ব দেখিয়েছেন। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাধ্যমে এই দুজনকে টপকে গেছেন স্প্যানিশ রাফাযেল নাদাল। ২০১৮ সালের সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছিলেন ফেদেরার।  এ বছরের সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন ২৯ আগস্ট থেকে শুরু হচ্ছে। আগামী ২৩-২৫ আগস্ট লন্ডনে অনুষ্ঠিতব্য লেভার কাপে বিওন বর্গের নেতৃত্বে ইউরোপীয়ান দলে নাদালের সাথে ফেদেরারের নামও রয়েছে। তিনদিনের এই প্রতিযোগিতায় প্রতি বছর ইউরোপের সেরা ছয় খেলোয়াড়ের বিপক্ষে টিম ওয়ার্ল্ডের ছয়জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বীতা করে।


More News Of This Category