,

নোয়াখালীর চৌমুহনী বাজারে প্রায় ৫০টি দোকান ভস্মীভূত

  এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম : জেলার বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৫০টি দোকান ভস্মীভূত হয়েছে।  আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী বাজারের স্টেশন মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাজারের ব্যবসায়ীরা ইফতার নিয়ে ব্যস্ত থাকার সময় হঠাৎ স্টেশন মার্কেটের একটি দোকানে আগুন লাগে। আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে স্টেশন মার্কেটের ফার্মেসী, হার্ডওয়্যার, সিরামিক, প্লাস্টিক ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ অন্তত ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায়। রাত পৌনে ৮টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড়ঘন্টা আগুন নেভানোর চেষ্টা চালায়। এসময় সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।
চৌমুহনী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ এমরান বাসসকে অগ্নিকান্ডের তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


More News Of This Category