,

বাংলাদেশ দলে এখন লবিংয়ের কোন সুযোগ নেই : মাশরাফি

এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম :  পেসার আবু জায়েদ রাহির অভিযোগ উড়িয়ে দিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশ দলে সুযোগ পেতে লবিংয়ের কোন সুযোগ নেই। মাশরাফি আরও জানান, এই মুহুর্তে দেশের পেস বোলিং বিভাগে দুর্দান্ত প্রতিদ্বন্দিতা চলছে। এটাই বাংলাদেশ দল থেকে রাহীর বাদ পড়ার বড় কারন।
শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়ার কারনে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাহি। তিনি জানান, জাতীয় দলে তার পক্ষে কথা বলার মতো কেউই নেই। তাই দল থেকে বাদ পড়েন তিনি।
একসময় টেস্ট দলের পেসারদের মধ্যে প্রথম পছন্দ ছিলেন রাহি। কিন্তু সাম্প্রতিক শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদের মতো পেসারদের আবির্ভাবের কারনে শেষ দু’টি সিরিজে খেলার সুযোগ পাননি রাহি। শেষ পর্যন্ত ঘরের মাঠের সিরিজ থেকে রাহির বাদ পড়ার কারন হিসেবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ব্যাখ্যা ছিলে এমন, দেশের উইকেটে সুইং বোলার হিসাবে ভালো করার সুযোগ খুবই কম রয়েছে রাহির। বোলিংয়ে খুব বেশি গতি না থাকা রাহির বাদ পড়ার আরও একটি কারণ। আজ মাশরাফি বলেন, ‘অনেকের ধারণা, জাতীয় দলে লবিং আছে। এখানে তেমন কিছুর কোন সুযোগই নেই। যদি আপনি পারফর্ম করেন, তবে আপনি খেলবেন। দিন শেষে বলতে হয়, আবেগের কোন স্থান নেই। এটি একটি সম্পূর্ণ পেশাদার জায়গা, আপনাকে শতভাগ পেশাদার হতে হবে। আমাদের পারফর্ম করতে হবে।’ রাহির জায়গায় দলে নেয়া হয়েছেন নতুন মুখ রেজাউর রহমান রাজাকে। জাতীয় দল থেকে রাহির বাদ পড়াটা হতাশাজনক বলে মনে করেন মাশরাফি। তার বিশ্বাস, নিজের সেরাটা দিয়ে আবারও মাঠে ফিরবে রাহি। মাশরাফি বলেন, ‘এটা একজন খেলোয়াড়ের জন্য হতাশাজনক। তবে, বাংলাদেশ দলে এখন পেস বোলিংয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। বিশেষভাবে সংক্ষিপ্ত সংস্করণে প্রতিদ্বন্দ্বিতা ছিল। তবে এখন টেস্ট ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠা করেছে তাসকিন ও এবাদত। সব ফরম্যাটে ভালো বোলিং করছে শরিফুলও।’
একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে রাহির প্রতি মাশরাফির পরামর্শ হলো, বাইরে বেশি কথা না বলে নিজের সার্মথ্য প্রমাণের জন্য খেলায় মনোযোগ দেয়া।
তিনি বলেন, ‘এখন বাইরে বেশি কথা না বলে মাঠে নিজেকে মেলে ধরতে হবে। সবারই খারাপ সময় যায়। হয়তো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন রাহিও। আমি মনে করি, সে আবারও দারুণভাবে ফিরে আসবে।’

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button
  • সর্বশেষ
  • জনপ্রিয়


More News Of This Category