,

সরকারি ব্যাংকের সব নিয়োগ পরীক্ষা স্থগিত

এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম : দেশে করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বাড়ছে। করোনা নিয়ন্ত্রণে আরোপ করা হয়েছে বিভিন্ন বিধিনিষেধ। বিধিনিষেধের কারণে সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষা স্থগিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য সব নিয়োগ পরীক্ষা ১ ফেব্রুয়ারি থেকে স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিরাজমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় ১ ফেব্রুয়ারি থেকে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সব ধরনের এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। পরবর্তী সময়ে কম সময়ের নোটিশে পরীক্ষার্থীরা যাতে স্থগিত হওয়া পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারেন, সে জন্য তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এদিকে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ৪০তম বিসিএসের ভাইভাও স্থগিত করা হয়েছে। এছাড়া মৎস্য অধিদফতর, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।


More News Of This Category