,

আইপিএল: শেষ ওভারে মুস্তাফিজের ঝলক

এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম:  চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের সপ্তম ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন দিল্লি ক্যাপিটালসের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।  গতরাতে টুর্নামেন্টের ৪১তম ম্যাচে কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভার বল করে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন মুস্তাফিজ। এরমধ্যে কোলকাতা ইনিংসের শেষ ওভারে ২ রানে ৩ উইকেট নেন ফিজ।  নিজের প্রথম ওভারে ২ রান দেন মুস্তাফিজ। দ্বিতীয় ওভারে দেন ৫ রান। ফিজের তৃতীয় ওভারটি ব্যয়বহুল ছিলো। ২টি চারে ১০ রান দেন তিনি।  আর শেষ ওভারের দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট নেন মুস্তাফিজ। শেষ বলে হ্যাট্টিক করার সুযোগ পেলেও তা সম্ভব হয়নি। ফলে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রানের সংগ্রহ পায় কোলকাতা। মুস্তাফিজের সাথে বল হাতে সফল ছিলেন বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব। ৩ ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন কুলদীপ।  ১৪৭ রানের টার্গেট ৬ উইকেট হারিয়ে ও এক ওভার বাকী রেখেই স্পর্শ করে ফেলে দিল্লি। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে দিল্লি।  এখন পর্যন্ত এবারের আসরে বল হাতে ৭ ম্যাচে ২৮ ওভার বল করে ২০৭ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।


More News Of This Category