(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ডেস্ক): ক্রেমলিন মনে করছে মারিউপোলের আজভস্তাল প্লান্টের পরিস্থিতি কেমন তা আলোচনার কোন বিষয় না। এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইতোমধ্যে বলেছেন যে বেসামরিক নাগরিকরা এ প্লান্ট থেকে অবাধে বেরিয়ে যেতে পারেন। সেখানে থাকা ইউক্রেন যোদ্ধাদের অবশ্যই তাদের অস্ত্র সমর্পণ করতে হবে। বৃহস্পতিবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ একথা জানিয়েছেন। খবর তাস’র। আজভস্তাল থেকে লোকজন সরিয়ে নেয়া বিষয়ে দ্রুত আলোচনার জন্য কিয়েভ প্রস্তুত রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বক্তব্যের জবাবে তিনি এমন মন্তব্য করেন। পেসকভ বলেন, ‘প্রেসিডেন্ট এটা স্পষ্ট করেন যে সেখানের বেসামরিক নাগরিকরা তাদের ইচ্ছে মতো যে কোন স্থানে চলে যেতে পারেন। তবে যোদ্ধারা তাদের হাতে থাকা অস্ত্র জমা দিয়ে সেখান থেকে চলে যেতে পারবেন। তাদের জীবন যাপন সুরক্ষিত করা হবে। আহত ও অসুস্থ সকলকে চিকিৎসা সুবিধা দেয়া হবে। এ ব্যাপারে আর কি আলোচনার আছে?’ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে বৃহস্পতিবার আলোচনার পর আজভস্তাল থেকে লোকজনকে সরিয়ে নেয়া বিষয়ে আলোচনার জন্য জেলেনস্কি কিয়েভের প্রস্তুত থাকার কথা বলেন। এদিকে মঙ্গলবার গুতেরেস মস্কোতে পুতিনের সাথে আলোচনা করেন। এ সময় খোলামেলা আলোচনা চলাকালে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, সকল বেসামরিক নাগরিক অবাধে আজভস্তাল প্লান্ট এলাকা থেকে বেরিয়ে যেতে পারে, যদি তারা আসলেই সেখানে অবস্থান করে থাকেন এবং ইউক্রেনের সৈন্যদের অবশ্যই অস্ত্র জমা দিয়ে যেতে হবে। প্রেসিডেন্ট বলেন, মারিউপোল থেকে লোকজনকে চলে যাওয়ার সুযোগ করে দিতে নির্ধারিত মানবিক করিডোরগুলো সক্রিয় রয়েছে। প্রায় এক লাখ ৩০ হাজার থেকে এক লাখ ৪০ হাজার মানুষ এসব করিডোরের সুযোগ ব্যবহার করে অন্যত্র চলে গেছেন।