(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ডেস্ক): প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান মিত্রদের বিরুদ্ধে রাশিয়াকে ‘গ্যাস ব্লাকমেইল’ ব্যবহার এবং ইউক্রেনে আগ্রাসনের জন্য মস্কোর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা দুর্বল করতে দেবে না। বাইডেন বলেন, ‘আমরা রাশিয়াকে এই নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসার উপায় হিসেবে ভয় দেখানো বা ব্লাকমেইল করতে দেব না। আমরা তাদের আগ্রাসনের পরিণতি এড়াতে তাদের তেল ও গ্যাস ব্যবহার করতে দেব না।’ ইউক্রেন আগ্রাসনের জন্য রাশিয়া আন্তর্জাতিক চাপের মধ্যে আছে, বুধবার মস্কো ইইউ ও ন্যাটো সদস্য বুলগেরিয়া এবং পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিকে বলেছেন, ‘রাশিয়ার একটি সমস্যা হচ্ছে তারা নিজের পায়ে নিজে গুলি করছে।’ ব্লিনকেন রাশিয়ার তেল ও গ্যাস ব্লাকমেইলের চাপে ঘাটতি পূরণে সহায়তার জন্য ইউরোপে যুক্তরাষ্ট্র থেকে তরল প্রাকৃতিক গ্যাসের সরবরাহের কথা জানান।