,

যুক্তরাষ্ট্রেই ঈদ করবেন শাকিব

(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ডেস্ক): ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খানের ‘গলুই’ সিনেমা। কিন্তু দেশে ফিরছেন না অভিনেতা। বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি। আর সেখানেই ঈদ উদযাপন করবেন এই তারকা। সবশেষ ঈদ করতে ও সিনেমায় প্রচারণায় অংশ নিতে তার দেশে ফেরার কথা ছিল ২৫ এপ্রিলে। ‘গলুই’ সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু ও শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে এমনটি জানিয়েছিলেন। কিন্তু নতুন খবর হচ্ছে, দেশে ফিরছেন না কিং খান। ঈদ করবেন আমেরিকায়। পরিকল্পনায় পরিবর্তন নিয়ে এসেছেন তিনি। তবে ঈদের পরে অল্প সময়ের জন্য দেশে ফিরতে পারেন। জানা গেছে, জন্মদিনে ঘোষণা দেওয়া ‘রাজকুমার’ শুট দ্রুতই শুরু করতে যাচ্ছেন শাকিব। গানের শুট দিয়ে দৃশ্যধারণ শুরু হবে, এরই মধ্যে লোকেশন দেখা শেষ। শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ৪৩তম জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছেন; নায়িকা মার্কিন নবাগত অভিনেত্রী কোর্টনি কফি। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর নির্মাণে ফিরছেন তরুণ পরিচালক হিমেল আশরাফ। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত হয়। গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। সেখানে গ্রিন কার্ডের আবেদন করে এখন পর্যন্ত অবস্থান করছেন।


More News Of This Category