নিজস্ব প্রতিবেদক> (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ): মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিল্প মালিক, শ্রমজীবীসহ সারা দেশবাসীকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শেখ মনি যুব সংসদ সভাপতি আশুলিয়া থানা শাখা। আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার অতিরিক্ত সচিব, দৈনিক চৌকস বার্তা সম্পাদক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস ইন্টারন্যাশনাল এন্ড মাল্টি ক্যাবল টিভি নেটওয়ার্ক। মোঃ সোলায়মান ইসলাম। এসময় তিনি বলেন, পবিত্র ঈদ হলো শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়।হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভূলে ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ব্যক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের সৌহার্দ্য এবং সম্প্রীতির মেলাবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাঁসিখুশী ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। সেই সাথে তিনি ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন ও বোনাস ঠিক সময়ে দেয়ার আহবানও জানান শিল্প মালিকদের প্রতি।