,

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে নজরুল ইসলাম খাঁন

(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ): পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে আশুলিয়া বাসীসহ দেশবাসীকে ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়া থানার উত্তর গাজীরচট খানবাড়ীর মরহুম আমিরুল হক খাঁনের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানশীল ব্যক্তি নজরুল ইসলাম খাঁন। রবিবার (২৪ এপ্রিল) একান্ত স্বাক্ষাৎকারে নজরুল ইসলাম খাঁন বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই আনন্দকে সবার সাথে ভাগ করে নেওয়াটাই হলো প্রতিটি মুসলমানের দায়িত্ব ও কর্তব্য। আমার মরহুম পিতা আমিরুল হক খাঁন জীবিত থাকা অবস্থায় যে ভাবে সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করেছেন, আমিও আমার পিতার আদর্শ, সততা ও ন্যায়নীতি অনুসরণ করে তেমনি ভাবে সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে যাবো। এসময় তিনি আরও বলেন, আমার একমাত্র পুত্র হাফেজ মোঃ সিনান ইবনে খাঁন তাসিন হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ২০২২ পেয়েছে। আমার মরহুম পিতা ও মাতা এবং আমার পুত্র হাফেজ মোঃ সিনান ইবনে খাঁন তাসিন এর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার মরহুম পিতা মাতাকে জান্নাত বাসী করেন এবং আমি যেন আমার একমাত্র পুত্রকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করতে পারি। পরিশেষে আমি আবারও সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ।


More News Of This Category