“ইউসুফ আলী খান” এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম : ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি, ঈদের আনন্দে ভরে উঠুক প্রতিটি মানুষের জীবন। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ শিল্প মালিক ও শ্রমিক এবং দেশবাসীকে ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা ও ঈদ উপহার সেমাই, চিনি ও কাপড় প্রদান করেন গাজীপুর সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ডের মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট শিল্পপতি লতিফপুরের কৃতি সন্তান কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তরের কাশিমপুর ও কোনাবাড়ী প্রতিনিধি আলহাজ্ব মোঃ মনির হোসেন মন্ডল। এসময় তিনি বলেন, পবিত্র ঈদ হলো শান্তির প্রতিক, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভূলে ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদ। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের সৌহার্দ্য এবং সম্প্রীতির মেলাবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাঁসিখুশী ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ঈদকে ঘিরে শ্রমিকদের ও সমাজের নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই তাদেরকে যথাসম্ভব ঈদ উপহার প্রদান করে ভালো লাগছে। আগামীতেও এভাবে আমি সকলের পাশে থেকে তাদের সেবা করতে চাই। আর এজন্য আমি কাশিমপুর থানার ২নং ওয়ার্ডবাসীসহ সকলের দোয়া চাই।