(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ): নোয়াখালীর সুবর্ণচরে সড়কের পাশ থেকে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের আল আমিন বাজার এলাকার সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়ক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতের কোনো এক সময় সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের আল আমিন বাজার এলাকায় রাস্তা পার হতে গিয়ে কোনো গাড়ির ধাক্কায় অজ্ঞাত এ ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকালে লোকজন ওই সড়ক দিয়ে যাওয়ার সময় সড়কের পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানা না গেলেও তার সঙ্গে থাকা ব্যাগ ও তাতে থাকা টাকা দেখে ধারণা করা যাচ্ছে, তিনি একজন ভিক্ষুক ছিলেন।