,

আরোগ্য ভবন হোমিও হলের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান ডাঃ মিনা

এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম : দেশবাসীসহ সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন, আরোগ্য ভবন হোমিও হলের মালিক ডাঃ সাহিদা সুলতানা মিনা। তিনি পহেলা মে (রবিবার) বিকেলে এক শুভেচ্ছা বার্তায় বলেন; সারাবিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিম উম্মাহকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জানাই “আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভেচ্ছা বার্তায় তিনি সকল শ্রেনী পেশার মানুষ ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। এসময় তিনি বলেন বলেন; দীর্ঘ একমাস কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল- ফিতর”। ঈদ-উল- ফিতর-এর উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধ উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে আসে কল্যান। ঈদুল ফিতর-এর আনন্দঘন মুহূর্তে সব ভেদাভেদ ভুলে সবাই ঈদের আনন্দে নিজেদের মাঝে ভাগ করে নিতে হবে। তাই ঈদ-উল- ফিতর-এর শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্তি হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, দ্রাতৃত্ববোধ, দয়া সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ভালোবাসায় পূর্ন সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করব। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের দারিদ্রতা বিমোচন, অর্থনৈতিক বৈষম্য দূর করে মানুষের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছে। ঈদ হল শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা করি। পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে ঢাকার মিরপুর ১২ তে অবস্থিত আরোগ্য ভবন হোমিও হলের মালিক ডাঃ মিনা আরও বলেন, ‘ঈদুল- ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব । করোনা মহামারীর কারণে গত দুইবছর বাসায় বসে ঈদ উদযাপন করতে হয়েছে। এবারের ঈদ-উল ফিতর একেবারে ভিন্নভাবে উদযাপিত হতে যাচ্ছে। তাই সকলকে সতর্কতা অবলম্বন করে সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার আহ্বান জানান তিনি।


More News Of This Category