এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম : জেলায় আজ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) পক্ষ থেকে তিনশ’জন প্রতিবন্ধী, এতিম ও পথ শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ রোববার বেলা একটায় পুলিশ সুপারের কার্যালয় চত্বরে উপকারভোগীর মাঝে এসব উপহার হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নাটোর জেলা শাখার সভানেত্রী সুমনা সাহা। এ সময় উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের ও সংগঠনের সহ-সভানেত্রী তুনাজ্জিনা শাহারিন প্রমুখ।
ঈদ উপহারের প্রতিটি প্যাকেটে রয়েছে মিনিকেট চাল ও পোলাও চাল, ডাল, শেমাই, দুধ, চিনি প্রভৃতি।