,

নড়াইলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম : জেলায় মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উদ-উল-ফিতরের প্রধান ঈদ জামাত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে। প্রধান ঈদ জামায়াতে ঈদের নামাজের ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ওয়াকিউজ্জামান। এখানে ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. ফকরুল হাসানসহ জেলা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানাগেছে, এছাড়া সকাল সাড়ে ৭টায় সদর থানা মসজিদ, পুলিশ লাইন ঈদগাহ ময়দান, বরাশুলা ঈদগাহ ময়দান ও জেলা কারাগার ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় জমিদারবাড়ি ঈদগাহ ময়দান, রুপগঞ্জ পুলিশ ফাঁড়ি জামে মসজিদ, ৯টায় দ্বিতীয় ঈদের জামায়াত, শাহাবাদ মাজেদিয়া মহিলা মাদরাসা ঈদগাহ ময়দান, কুড়িগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদ, উজিরপুর ৮নং ওয়ার্ড কেন্দ্রীয় জামে মসজিদ,ভাটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, বায়তুর নুর জামে মসজিদ, স্বর্ণপতি রুপগঞ্জ বাজার, দুর্গাপুর পুরাতন জামে মসজিদ, আলাদাতপুর জামে মসজিদ, আর রহমান জামে মসজিদ ও সীমাখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টার দিকে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হওয়ায় রুপগঞ্জ বাজার জামে মসজিদ, পুরাতন বাস টার্মিনাল মসজিদ, আনসার অফিস ঈদগাহ ও আবু হুরায়া(রা.) জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন মসজিদে কমিটির নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।


More News Of This Category