এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম : জেলায় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঈদের প্রধান জামাত সকাল ৮টায় শুরু হয় । নামাজে ইমামতি করেন খতিব মাওলানা আলাউদ্দিন ঈমামী । নামাজ শেষে খুতবা পড়েন তিনি। পর তিনি দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন। দূর-দূরান্ত থেকে ছোট বড় এবং শিশুরাও নতুন কাপড় পরে ঈদের জামাতে শরিক হতে ছুটে আসেন ঈদগাহ মাঠে। দ্বিতীয় প্রধান জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।