,

গোপালগঞ্জে সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ব্যবসায়ীর জরিমানা

এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম :    সয়াবিন তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জেলা শহরের বড় বাজারের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে জেলা শহরের বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান। তিনি জানান, ১১ হাজার ৭৬০ লিটার (৬০ ড্রাম) সয়াবিন তেল গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে এমন গোপন সংবাদ পেয়ে জেলা শহরের বড় বাজার এলাকার মন্ডল ট্রেডার্স এ অভিযান চালানো হয়। এ সময় সয়াবিন তেল গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে অধিক মূল্যে বিক্রি ও মূল্য তালিকায় দাম না লেখার দায়ে মন্ডল ট্রেডার্সের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে জেলা বাজার কর্মকর্তা মো. আরিফ হোসেনসহ গোপালগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


More News Of This Category