মো: রাকিব হোসেন, সাভার আশুলিয়ায় তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন দেশের বাজারে তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ, বানিজ্যমন্ত্রীর বরখাস্ত এবং শ্রমিকদের জীবন বাঁচাও ইত্যাদি দাবীতে ঢাকার আশুলিয়ায় মানব বন্ধন কর্মসূচী পালন করেছে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নামের একটি শ্রমিক সংগঠন সোমবার বিকেল পৌণে ৪টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে শ্রীপুর বাস স্ট্যান্ড এলাকায় সংগঠনটির সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির ব্যানারে এবং সংগঠনের সভাপতি অরবিন্দু বেপারী (বিন্দু)’র নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে এসময় সংগঠনটির সাভার-আশুলিয়ার আঞ্চলিক কমিটির প্রায় ৩৫জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা এসময় বলেন, তেল সহ অন্যান্য পণ্যের মূল্যবৃদ্ধির কারণে বানিজ্যমন্ত্রীকে অবিলম্বে বরখাস্ত এবং তেলসহ অন্যান্য দ্রব্যমূল্যের দাম কমিটিয়ে শ্রমিকদের জীবন বাঁচানোর দাবী জানান বক্তারা।