(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ডেস্ক): ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার বলেছেন, দেশটির পূর্বাঞ্চলীয় লুগানস্ক এলাকায় একটি স্কুলে এ সপ্তাহের শেষ দিকে বোমা হামলায় ৬০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জি-৭ সম্মেলনে বক্তব্য দেয়ার সময় জেলেনস্কি বলেন, ‘লুগানস্ক অঞ্চলের বিলোগরিভকা গ্রামে গতকাল রাশিয়ার বোমা হামলায় ৬০ বেসামরিক নাগরিক নিহত হন।’ তিনি বলেন, ‘তারা গোলা বর্ষণের হাত থেকে প্রাণে বাঁচতে সেখানের একটি স্কুল ভবনে লুকিয়ে ছিলেন। ভবনটি রাশিয়ার বিমান হামলার শিকার হলে এ সব নাগরিক প্রাণ হারান।’ লুগানস্ক গভর্ণর সার্গি গইদে রুশ ভাষার টেলিভিশন কেন্দ্র কারেন্ট টাইম টিভি’কে বলেন, শনিবার রাশিয়ার বিমান হামলায় স্কুলটি ধ্বংস হওয়ায় ৬০ বেসামরিক নাগরিক নিহত হন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, সেখানে এখনো লোকজন জীবিত রয়েছেন এবং যত দ্রুত সম্ভব গোলা বর্ষণ বন্ধ হলে আমরা ধ্বংসস্তুপ সরিয়ে ফেলার কাজ শুরু করতে সমর্থ হবো।’ এর আগে, রোববার গইদে হামলার সময় সেখানে ৯০ জনের অবস্থানের কথা বলেছিলেন এবং এদের মধ্যে ২৭ জন প্রাণে বেঁচে যান।