,

নজরুল বিশ্ববিদ্যালয় দিবসে চলছে দুই দিনব্যাপী কর্মসূচি

এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম :   আজ উদযাপিত হচ্ছে ১৭তম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।  সকালে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে ভিসি, প্রোভিসি, রেজিস্ট্রার, ছাত্র-শিক্ষক, কর্মকর্তা,কর্মচারীরা অংশ নেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর জানান, এই আয়োজনের প্রথম পর্ব সোমবার ও দ্বিতীয় পর্ব বুধবার অনুষ্ঠিত হবে। আয়োজনের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়টিতে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ বিশিষ্টজনরা। অনুষ্ঠানকে সামনে রেখে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে করা হয়েছে আলোকসজ্জা। অনুষ্ঠানের প্রথম দিন আভ্যন্তরীণভাবে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকছেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। ১১ মে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিশ^বিদ্যালয় দিবসে অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন সংসদ সদস্য আলহাজ হাফেজ মাওলানা মো. রুহুল আমীন মাদানী, ঢাকা বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল ও পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ।


More News Of This Category