,

শরীয়তপুরে প্রধামন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ): বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শরীয়তপুরে প্রধামন্ত্রী ও আওয়ামী-লীগের সভাপতি শেখ হাসিনা’র ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার রাত ১২ টা ১ মিনিটে জেলা শহরের চৌরঙ্গীর মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে মোমবাতি প্রজ্বলন ও আতশবাজি করা হয়। এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান আকন, আওয়ামী লীগ নেতা এ্যাড. আলমগীর হোসেন, যুবলীগ নেতা বাচ্চু বেপারী ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ প্রতিটি উপজেলাও অনুরূপ কর্মসূচি পালন করছে। মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এছাড়াও মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে শেখ হাসিনা’র মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করা হবে।


More News Of This Category