,

শ্রীলংকার বিপক্ষে উদ্বোধনী জুটিতে তামিম-জয়ের নতুন রেকর্ড

এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম: শ্রীলংকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ড গড়লেন বাংলাদেশের তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চলমান সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে উদ্বোধনী জুটিতে ১৬২ রান করেন তামিম-জয়। যা শ্রীলংকার বিপক্ষে উদ্বোধনী জুটিতে যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড।  এর আগের রেকর্ডটিতেও ভাগীদার ছিলেন তামিম। সেখানে তামিমের সঙ্গী ছিলেন সৌম্য সরকার। ২০১৭ সালের মার্চে গল টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে উদ্বোধনী জুটিতে ১১৮ রান করেছিলেন তামিম-সৌম্য। ঐ ইনিংসে তামিম ৫৭ ও সৌম্য ৭১ রান করেছিলেন। টেস্টটি ২৫৯ রানে হেরেছিলো বাংলাদেশ। আজ, দলীয় ১৬২ রানে জয়ের আউটে তামিমের সাথে উদ্বোধনী জুটি বিচ্ছিন্ন হয়। ১৪২ বলে ৯টি চারে ৫৮ রান করেন জয়। তবে টেস্ট ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম।


More News Of This Category