(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ): জেলার মুকসুদপুরে আজ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুলের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আতিকুর রহমান মিয়া, সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন আহমেদ মুক্তু মুন্সী, সিরাজুল ইসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মোল্যা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শাহাদৎ হোসেন মুন্সী, উপজেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন আশরাফ বোরহান প্রমুখ।