,

১৩৭ রানের লিড নিয়ে চা-বিরতিতে শ্রীলংকা

এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম:   ৪ উইকেট হাতে নিয়ে ১৩৭ রানে এগিয়ে থেকে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের চা-বিরতিতে গেল সফরকারী শ্রীলংকা।
নিজেদের দ্বিতীয় ইনিংসে চা-বিরতির আগ পর্যন্ত ৬ উইকেটে ২০৫ রান করেছে শ্রীলংকা। প্রথম ইনিংসে শ্রীলংকা ৩৯৭ ও বাংলাদেশ ৪৬৫ রান করে। প্রথম ইনিংসে ৬৮ রানে পিছিয়ে ছিলো লংকানরা।  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৩৯ রান করেছিলো শ্রীলংকা। ফলে ৮ উইকেট হাতে নিয়ে ২৯ রানে পিছিয়ে ছিলো তারা।
পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনে শ্রীলংকা শিবিরে জোড়া আঘাত করেন বাংলাদেশের স্পিনার তাইজুল। কুশল মেন্ডিসকে ৪৮ ও প্রথম ইনিংসে ১৯৯ রান করা অ্যাঞ্জেলো ম্যাথুজকে খালি হাতে বিদায় দেন তাইজুল।  দ্বিতীয় সেশনে শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারতেœকে ৫২ রানে আউট করেন তাইজুল। আর ধনাঞ্জয়া ডি সিলভাকে ৩৩ রানে বিদায় করেন সাকিব আল হাসান। ফলে ১৬১ রানে ষষ্ঠ উইকেট হারায় শ্রীলংকা।  এরপর দিনেশ চান্ডিমাল ও নিরোশান ডিকবেলা অবিচ্ছিন্ন থেকে দ্বিতীয় সেশন শেষ করেন। চান্ডিমাল ১৪ ও ডিকবেলা ৩২ রানে অপরাজিত আছেন।  বাংলাদেশের তাইজুল ৪টি ও সাকিব ১টি উইকেট নিয়েছেন।


More News Of This Category