এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম: বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু- পদ্মা সেতু। যা দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ বহুআংশে কমাবে। আগামী জুনের শেষ দিকে পদ্মা সেতু উদ্বোধনের প্রবল সম্ভাবনা আছে। যা চলাচলের জন্য জনসাধারনের জন্য উন্মুখ করে দেয়া হবে পদ্মা বহুমুখী সেতুটি। এই পদ্মা সেতু নিয়ে উচ্ছসিত দক্ষিণাঞ্চলের মানুষ। সেই কাতারে আছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাই পদ্মা সেতু নিয়ে নিজের ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি।