এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম: নগরীর ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৫ হাজার শিশুকে তাদের সিটি কর্পোরেশনের (আরসিসি) পাশাপাশি ইউনাইটেড স্টেট সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (ইউএসসিডিসি) এন্ড দ্য সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের সমর্থিত বাংলাদেশ ন াস্থ্য শক্তিশালীকরণ প্রকল্প এই সহায়তা দিবে। নগরীর ভবন কনফারেন্স হলে আজ অপুষ্টি দূরীকরণে মাইক্রো নিউট্রিশন পাউডার বিতরণ অনুষ্ঠানে ৫২-দিনের এই কর্মসূচি ঘোষনা দিয়েছে সিটি কর্পোরেশন। এই কর্মসূচির আওতায় অপুষ্টিজনিত শিশুদের মধ্যে খাবারের প্যাকেট বিতরণ, সঠিক ওজন ও উচ্চতা নির্ধারণ, পরিপূরক খাদ্য, বয়স আনুপাতিক খাবার গ্রহণ এবং জন সচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। সেভ দ্য চিলড্রেনের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. তামান্না বাসার রাজশাহী নগরের জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প নিয়ে তার কনসেপ্ট পেপার তুলে ধরেন। আরসিসি ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা ড. আঞ্জুমান আরা বেগম, ইউএসসিডিসি কনসালটেন্ট ড. সৈয়দ হাসান আবদুল্লাহ, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক লে. কর্নেল নাজমুল হুদা ও ইউএসসিডিসির প্রকল্প ম্যানেজার ড. উজ্জল কুমার রায় এতে বক্তব্য দেন।