,

জয়পুরহাটে একলাখ ৪০ হাজার শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ানো হবে

এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম: জেলায় এবার একলাখ ৪০ হাজার ৪৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  আগামী ৪ জুন থেকে ৭ জুন পর্যন্ত চারদিন ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন- ২০২২ সফল করার লক্ষ্যে আজ বুধবার দুপুরে সিভিল সার্জন অফিসের সম্মেলনকক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানানো হয়।  জয়পুরহাটের সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৈতি রায়। কর্মশালায় জানোনো হয়, জেলায় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন সফল করতে নানা পদক্ষেপ গ্রহন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ছয়মাস থেকে ১১ মাস বয়সি ১২ হাজার ৬০৯ জন শিশুকে খাওয়ানো হবে নীল রঙের ভিটামিন ‘এ’। ১২ থেকে ৫৯ মাস বয়সি একলাখ ২৭ হাজার ৮৩৭ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। জেলার পাঁচটি উপজেলায়, ইউনিয়ন, পৌরসভা ও ভ্রাম্যমানসহ মোট আটশ’ ২৫ টি কেন্দ্রে স্বাস্থ্য সহকারি, পরিবারকল্যাণ সহকারি এবং স্বেচ্ছাসেবী হিসাবে মোট চারহাজার ১২৫ জন দায়িত্ব পালন করবেন।  সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী জানান, ছয়মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন ‘এ’-এর অভাবজনিত রাতকানা রোগ এক শতাংশের নিচে কমিয়ে আনা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ৪ জুন থেকে ৭ জুন পর্যন্ত চারদিন সকাল ৮ টায় শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।
জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এ কর্মশালায় অংশগ্রহন করেন।


More News Of This Category