এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম: জেলার সবচেয়ে বড় ব্যবসায়িক এলাকা নেছারাবাদের ইন্দুরহাট বাজারে অগ্নিকান্ডে ৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতরাত ১০ টায় ইন্দুরহাট বাজারের ব্রিজের দক্ষিণ পাড়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নেছারাবাদ উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুস সালাম জানান- অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ফেরী পার হয়ে নদীর ওপারে গিয়ে আগুন নিভিয়ে ফেলার কাজ শুরু করে। দেড় ঘন্টা প্রচেষ্টা চালিয়ে তারা এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে সংশ্লিষ্টরা ধারণা করছেন। নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসেন, থানার অফিসার্স ইনচার্জ আবীর মোহাম্মদ, বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার জানান- ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করে তাদের সহায়তার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি অগ্নিকান্ডের বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন এবং সম্ভাব্য সবকিছু করার আশ্বাস দিয়েছেন।