এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম : ফ্রি ট্রান্সফার সুবিধায় ইন্টার মিলান থেকে ক্রোয়েশিয়ার তারকা ফরোয়ার্ড ইভান পেরিসিচকে দলে ভেড়ানোর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে টটেনহ্যাম হটস্পার। যদিও পেরিসিচকে দলে ধরে রাখতে চেয়েছিল ইন্টার। কিন্তু ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড তিন বছরের চুক্তিতে সপ্তাহে এক লাখ ২০ হাজার ইউরো দিতে ইতালিয়ান জায়ান্টদের কাছে প্রস্তাব দিয়েছিল। ইন্টার তা প্রত্যাখান করায় এই সুযোগটি লুফে নেয় টটেনহ্যাম। পেরিসিচকে বেশ বড় অঙ্কের বিনিময়ে দলে ভেড়াতে যাচ্ছে স্পার্স। এদিকে চেলসি ও জুভেন্টাসও পেরিসিচকে কিনতে আগ্রহ দেখিয়েছিল। আরো দুই বছরের জন্য টটেনহ্যামের সাথে চুক্তি বৃদ্ধি করতে যাচ্ছেন কোচ এন্টোনিও কন্টে। ইন্টারের হয়ে এই জুটি সিরি-আ শিরোপা জয় করার পর উত্তর লন্ডনের ক্লাবে আবারো একত্রিত হতে যা