,

রংপুরে বিভিন্ন ক্রীড়া স্থাপনা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম : জাতীয় ক্রীড়া পরিষদের তত্বাবধানে বাস্তবায়নাধীন রংপুরের বিভিন্ন ক্রীড়া স্থাপনা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। আজ রংপুরের শেখ রাসেল স্টেডিয়ামে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।  এ সময় প্রায় ৪১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মানাধীন রংপুর শেখ রাসেল জেলা স্টেডিয়াম, শেখ রাসেল ইনডোর স্টেডিাম, শেখ রাসেল সুইমিংপুল ও পালিচড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাসেল।  রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল ওয়াহাব ভূঞার সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবদুল আলীম মাহমুদ, রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, পুলিশ সুপারসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।  এর আগে রংপুর পুলিশ লাইন্স স্কুল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বালিকাদের বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ অনূর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন প্রতিমন্ত্রী।


More News Of This Category