এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম : বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা (বিডব্লিউএসএ) আয়োজিত বয়স ভিত্তিক ‘সুলতানা কামাল আন্তঃজেলা নারী সাঁতার প্রতিযোগিতা’ আজ রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শেষ হয়েছে । সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া সচিব মেসবাহ উদ্দিন। দিনের ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে (গ্রুপ অনূর্ধ্ব- ৮-১০ বছর) চ্যাম্পিয়ন হয়েছেন কিশোরগঞ্জের নাফিসা এবং ৫০ মিটার ফ্রিস্টাইলে (গ, ১৩-১৪ বছর) শিরোপা জিতেছেন আফসানা আক্তার। অন্যদিকে, ২০০ মিটার ব্যক্তিগত মিডলে ইভেন্টে (গ্রুপ বি, ১১-১২ বছর) কুষ্টিয়া সাগরিকা এবং ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে (বি, ১১-১২ বছর) মুন্সীগঞ্জ জেলার ছাদিয়া আক্তার চ্যাম্পিয়ন হয়েছেন । বিডব্লিউএসএ আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার (বিডব্লিউএসএ) সভাপতি মাহবুব আরা বেগম গিনি, এমপি। নয়টি ইভেন্টে দেশের উনিশটি জেলার মোট ১১৪ জন খেলোয়াড় তিনটি বয়সের গ্রুপে (গ্রুপ এ বয়স ০৮-১২ বছর), (গ্রুপ বি বয়স ১১-১২ বছর) এবং (গ্রুপ সি, ১৩-১৪ বছর) নয়টি ইভেন্টে অংশ নেয়। অংশগ্রহণকারী জেলাগুলো হলো- বান্দরবান, রংপুর, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, গাইবান্ধা, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, ভোলা, বাগেরহাট, রাজবাড়ী, মাদারীপুর, ঢাকা, হবিগঞ্জ, লক্ষ্মীপুর ও শরীয়তপুর।