এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম: ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লীগে জয় পেয়েছে শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি। আজ শেখ রাসেল ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) নারী ক্রিকেট দলকে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ব্যাট-বল হাতে অলরাউন্ড নৈপূণ্য প্রদর্শন করেন শেখ জামালের অধিনায়ক সোবাহান মোস্তারি। ব্যাট হাতে অনবদ্য ৭৮ রান ও বল হাতে ২২ রানে ২ উইকেট নেন তিনি। প্রথমে ব্যাট করে, ৮ উইকেটে ১৭০ রান তুলতে পারে বিকেএসপি। রাবেয়া খান সর্বোচ্চ ৪২ রান করেন। এছাড় অধিনায়ক দিশা বিশ্বাস ২৭ ও আশরাফি ইয়াসমিন অপরাজিত ২১ রান করেন। অধিনায়ক মোস্তারি ছাড়াও শেখ রাসেলের পক্ষে ২টি করে উইকেট নেন সানজিদা মেঘলা ও ইসমত জাহান ইমু। মোস্তারির ৮৩ বলের ইনিংসে ৯টি চার ও ১টি ছক্কা ছিলো। তার ব্যাটিং দৃঢ়তায় ৪৫ দশমিক ২ ওভারে ৭ উইকেটে ১৭৪ রান তুলে ম্যাচ জিতে শেখ রাসেল। এছাড়াও প্রিয়াঙ্কা মালিক ৩৪ ও ইমু ২৪ রান করে শেখ রাসেলের জয়ে অবদান রাখেন। বিকেএসপির পক্ষে ব্যাট হাতে ৪২ রান করার পর বল হাতে ১৭ রানে ৪ উইকেট নিয়েও, দলকে জয়ের স্বাদ দিতে পারেননি রাবেয়া।