,

শান্তি চুক্তির মেয়াদ শেষ বৃহস্পতিবার ॥ কায়রোর উদ্দেশে সানা ছেড়ে গেল বাণিজ্যিক ফ্লাইট

(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ডেস্ক) : ইয়েমেনের একটি বিমান বুধবার কায়রোর উদ্দেশে দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানা ছেড়ে গেছে। ২০১৬ সালের পর এ দুই নগরীর  মধ্যে এটি ছিল প্রথম বাণিজ্যিক ফ্লাইট। সর্বশেষ দুই মাসের জন্য করা শান্তি চুক্তির মেয়াদ ফুরিয়ে আসার প্রেক্ষাপটে ফ্লাইটটি সানা ছাড়লো। খবর এএফপি’র।ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূতের দপ্তর এএফপি’কে জানায়, সানা বিমানবন্দর ছেড়ে যাওয়া ইয়েমেনের ওই বিমানে ৭৭ জন যাত্রী ছিলেন। এ বিমানবন্দর থেকে প্রায় ছয় বছর ধরে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ ছিল। জাতিসংঘের মধ্যস্থতায় করা ওই শান্তি চুক্তি গত ২ এপ্রিল থেকে কার্যকর করার পর এটি হচ্ছে সপ্তম বাণিজ্যিক ফ্লাইট। বৃহস্পতিবার এ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আগের ছয়টি ফ্লাইটের সবক’টিই জর্ডানের রাজধানী আম্মানে যায়। ২০১৪ সালে বিদ্রোহীরা রাজধানী সানার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইয়েমেনে ব্যাপক সংঘাত ছড়িয়ে পড়ে। ওই বছর অবরুদ্ধ সরকারের পক্ষে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দেশটির ব্যাপারে হস্তক্ষেপ করে।


More News Of This Category