এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম: ঢালিউড জগতে একটি পরিচিত নাম কমল পাটেকর। আসল নাম কমল হলেও চলচ্চিত্রে তিনি ‘কমল পাটেকর’ নামেই পরিচিত। এই অভিনেতা হঠাৎ হৃৎপিণ্ডের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা যায়, রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছেন কমল। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি জানান, “হার্টের সমস্যা অনুমান করায় হাসপাতালে এসেছিলাম। চেক-আপ করার পর আমার পরিবারকে জানানো হয় যে, হাসপাতালে ভর্তি হতে হবে। তাই দ্রুত ভর্তি হয়ে গিয়েছি। পাঁচ দিন ধরে হাসপাতালে আছি।কমল পাটেকর মূলত খল চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রে কাজ করছেন চার দশক ধরে। বলিউড অভিনেতা নানা পাটেকরের সঙ্গে মিল রেখে কমল পাটেকর হিসেবে ঢাকাই চলচ্চিত্রে পরিচিত হয়ে ওঠেন তিনি। অভিনয় জীবনে কমল পাটেকর দুই হাজারের বেশি সিনেমায় কাজ করেছেন। তার মুক্তিপ্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো নরসুন্দরী, বুবুজান, প্রিয়া রে, আগুন, বিক্ষোভ।