এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম: জেলায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে পাবনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন। মুল প্রবন্ধ উপাস্থাপন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের উপ-পরিচালক মো. আরিফুল হক মামুন। কর্মশালায় পাবনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সিভিল সার্জন মনিসর চৌধুরী, পাবনা পৌর মেয়র শরীফউদ্দিন প্রধান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারোফ হোসেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশদুল কবীর, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র, জেলা শিক্ষা কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সিনিয়র তথ্য কর্মকর্তা সামিউল ইসলাম, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম সুইট, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী প্রমুখ। কর্মশালায় বিভিন্ন শ্রেণী-পেশার একশ’জন অংশগ্রহন করেন।