,

রাঙ্গামাটিতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম: বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে জেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুষ্টি,পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়ন টেকসই দুগ্ধ শিল্প এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বেলা ১১টায় জেলা প্রাণিসম্পদ বিভাগের সম্মেলন কক্ষে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বরুন কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আহবায়ক রেমলিয়ানা পাংখোয়া।  এসময় আরো উপস্থিত ছিলেন শুকর উন্নয়ন খামারের ব্যবস্থাপক কুসুম চাকমা, জেলা ভেটেনারি অফিসার নাজমুল হক,সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা লেনিন দে প্রমুখ। আলোচনা সভার আগে জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।


More News Of This Category