,

কৃষ্ণ হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে সাভার পৌর এলাকার সর্বস্তরের মানুষ

 “মোসাম্মৎ শিরিনা বেগম” এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম মাদকাসক্ত কিশোর গ্যাংয়ের হাতে নির্মমভাবে খুন হওয়া কৃষ্ণ সরকারের পরিবার নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে সাভার পৌরসভার সর্বস্তরের জনগণ। সকলের একটাই দাবি হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে তাদের ফাঁসি দিতে হবে। শুক্রবার (৩জুন) বিকেলে সাভারের আড়াপাড়ায় ফটোগ্রাফার কৃষ্ণ সরকারের হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সাভার নাগরিক কমিটি। সাথে যোগ দেয় সাভারের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এতে বক্তব্য রাখেন সাভার নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা, সাভার উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ও ঢাকা জেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, সাভার উপজেলা হিন্দু বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ চন্দ্র কাঞ্চন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচীন সরকার, সাভার ক্লাবের যুগ্ম সম্পাদক মোফাজ্জল হোসেন মিলন, নিহত কৃষ্ণ সরকারের মা শেফালী রানী সরকার ও স্ত্রী জয়া সরকারসহ প্রমূখ। মানব বন্ধন কর্মসূচীতে এ সময় আরো উপস্থিত ছিলেন নিহত কৃষ্ণ সরকারের ৮ বছরের ছেলে নীল সরকার, একই এলাকায় মাদকাসক্ত কিশোর গ্যাংয়ের হামলায় পঙ্গু হওয়া আবুল হোসেনসহ প্রায় কয়েক’শ এলাকাবাসী। বক্তারা অবিলম্বে ঘাতক নয়ন ও তার সহযোগীদের গ্রেফতার করতে সাত দিনের আলটিমেটাম প্রদান করেন। তারা দোষীদের ফাঁসি দাবি করে বলেন, এই এলাকার মাদক নির্মুল ও সন্ত্রাস দমনে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। যাতে আর কোন কৃষ্ণ অকালে হারিয়ে না যায়। উল্লেখ্য, গত ১ জুন (বুধবার) কিশোর গাং লিডার নয়ন ও তার সহযোগীদের ছুরিকাঘাতে সাভারের আড়াপাড়া নিজ বাড়ির সামনে খুন হন ফটোগ্রাফার কৃষ্ণ সরকার (২৫)। মাদক সেবনের প্রতিবাদ করতে গিয়ে খুন হন তিনি। এ সময় বিপুল (২০) নামে আরেক যুবক নয়নের ছুরিকাঘাতে আহত হন।


More News Of This Category