,

নরসিংদীতে ট্রেনের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ নিহত ৩

নরসিংদী,  (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম): জেলার রায়পুরায় ট্রেনের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন।  শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদীর রায়পুরা আঞ্চলিক সড়কের হাসনাবাদ রেল ক্রসিং এলাকায় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ও যাত্রীবাহী একটি পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।  নিহতদের মধ্যে দুই জনের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেওয়ার পর শাহীন নামে আরও একজন মারা যায়। গুরুতর আহত ৩ জনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,শনিবার দুপুর সাড়ে ১২টায় দিকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এসময় সিলেট অভিমুখি দ্রুতগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি আমিরগঞ্জ রেল ক্রসিং অতিক্রম করার সময় একটি পিকআপ ভ্যান হঠাৎ রেল ক্রসিংয়ের উপর চলে এলে ট্রেনটির সাথে সংঘর্ষ হয়।  মো: সাদ্দাম হোসাইন নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, পিকআপ ভ্যানে চালকসহ মোট ৬ জন ছিলো।তাদের মধ্যে ঘটনাস্থলে ২ জন মারা যায়। এ রেল ক্রসিংটিতে কোনো গেইটম্যান থাকেনা।  নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


More News Of This Category