,

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে সারাদেশে আওয়ামী লীগের বিক্ষোভ-মিছিল ও সমাবেশ

ঢাকা, ৪ জুন ২০২২ (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে আজ শনিবার সারাদেশে আওয়ামী লীগের বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা। এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম -এর সংবাদদাতারা বিভিন্ন জেলা থেকে পাঠানো প্রতিবেদনে জানান,  গোপালগঞ্জ : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বিএনপি-র হত্যার হুমকীর প্রতিবাদে জেলায় আজ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা। আজ শনিবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। এ কর্মসূচিতে জেলা ও বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগ-সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি-র হত্যার হুমকীর তীব্র নিন্দা জানিয়ে বলেন, ১৯৭৫-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারের হত্যা করা হয়। বিএনপি ও ছাত্রদল ১৯৭৫-এর অনুরূপ ঘটনা ঘটনোর হুমকী দিয়েছে উল্লেখ করে তারা দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান। এদিকে, একই দাবীতে জেলার টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাগুরা : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ দেশব্যাপি বিএনপি-জামায়াত জোটের অস্থিতিশীল পরিবেশ ও নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জেলায় আজ দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শহরের সেগুনবাগিচা এলাকায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।  জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে এপ্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।  বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের নেতা মুন্সি রেজাউল হক, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, যারা উন্নয়ন চায় না, গণতন্ত্র চায় না তারাই এ ষড়যন্ত্র করছে। তারা হুমকিদাতাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। এর আগে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।  নীলফামারী : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জেলায় আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। আজ শনিবার দুপুর ১২টার দিকে নীলফামারী-২ সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমবেশে মিলিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন ও সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ। জয়পুরহাট : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ শনিবার বিকাল সাড়ে ৩ টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ও সদর উপজেলা আওয়ামীলীগ। জয়পুরহাট স্টেডিয়াম থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে কেন্দ্রিয় মসজিদ চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মো. আরিফুর রহমান রকেট-এর সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মন্ডল। এ ছাড়াও আজ জেলার কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর ও পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগ পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।  ঝালকাঠি: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি ও সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে জেলায় আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। আজ শনিবার সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরের নেতৃত্বে শহরের ফায়ার সার্ভিস সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর ঘুরে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, অটো শ্রমিক লীগের সভাপতি আবু সাঈদ খান, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ প্রমুখ।  বগুড়া: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জেলায় আজ শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে জেলা আওয়ামী লীগ। আজ শনিবার দুপুর ২ টায় শহরের সাতমাথাস্থ দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে মুজিবমঞ্চে এক সমাবেশে মিলিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু’র সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। টাঙ্গাইল: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহীদ স্মৃতি পৌর উদ্যান প্রাঙ্গণ হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।  এ কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর ও সাধারণ সম্পাদক এম এ রৌফ প্রমুখ অংশগ্রহন করেন।  পাবনা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহ। আজ শনিবার দুপুর ১২ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পাবনা জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লাল-এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।  পরে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল-এর সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারোফ হোসেন প্রমুখ-সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।  নড়াইল: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জেলায় আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। আজ শনিবার বিকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের মুচিরপোল থেকে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুরাতন টার্মিনালে বঙ্গবন্ধু মঞ্চে এসে শেষ হয়।  পরে বঙ্গবন্ধু মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট অচিন চক্রবর্ত্তি ও সাধারণ সম্পাদক এডভোকেট ওমর ফারুক প্রমুখ।  এছাড়াও মেহেরপুর, বান্দরবান ও রাঙ্গামাটি জেলায় বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা।


More News Of This Category