,

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাভার.   প্রতিনিধি :  ৭৫’এর হাতিয়ার গর্জে উঠুক আবার এই কুখ্যাত স্লোগান প্রমান করে যারা সেদিন বিএনপি প্রতিষ্ঠা করেছিলো, তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যার সাথে সরাসরি জড়িত ছিলো। তারা আবার সে স্বপ্ন দেখছে। আমরা বেচে থাকতে মাননীয় প্রধানমন্ত্রীর গায়ে একটা আচড় ও লাগতে দেবো না। শনিবার দুপুরে সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এর নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবননাশের হুমকির প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে সাভার বাজার বাসষ্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্যেকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর খুনিরা আর যাতে বাংলার মাটিতে আশ্রয় না পায় সেজন্য সংঘবদ্ধভাবে সাভার, আশুলিয়া তথা সারা বাংলাদেশের নেতা-কর্মীদের প্রস্তুত থাকবার কথা বলেন প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। প্রতিবাদি বিক্ষোভ মিছিল ও সমাবেশে সাভার উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে নেতা-কর্মীদের উপস্থিতিতে প্রতিবাদি বিক্ষোভ মিছিলটি সাভার উপজেলা চত্বর থেকে শুরু হয়। মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ষ্ট্যান্ড ও থানা ষ্ট্যান্ড অতিক্রম করে সাভার বাজার বাসষ্ট্যান্ডের সিটি সেন্টারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্যেকালে সাভার উপজেলা চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এ সময় সাভারের আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের ও ছাএলীগের নেতা-কর্মীদের রাজপথ ও পাড়া-মহল্লায় অতন্দ্র প্রহরীর মতো পাহারা দেওয়ার কথা বলেন এবং ৭৫ এর খুনিদের পেত আত্মাদের যেখানে পাবেন এবং যা যা করা লাগে তাই করবার নির্দেশ দেন। সাভার পৌরসভা মেয়র হাজী আব্দুল গনি, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, সাংগঠনিক সম্পাদক হাজী লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।


More News Of This Category