,

নেশন্স লিগ: হাঙ্গেরির কাছে পরাজিত ইংল্যান্ড, নতুন চেহারার ইতালির বিপক্ষে ড্র করতে বাধ্য হলো জার্মানী

প্যারিস,  (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : পরাজয় দিয়ে উয়েফা নেশন্স কাপ শুরু করেছে ইংল্যান্ড। শনিবার নিজেদের প্রথম ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয়েছে পরিশ্রান্ত ইংল্যান্ড। দিনের আরেক ম্যাচে পিছিয়ে পড়ে অনভিজ্ঞ ইতালির বিপক্ষে কোনমতে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে জায়ান্ট জার্মানী। বুদাপেস্টে অনুষ্ঠিত ম্যাচের ৬৬ মিনিটে পেনাল্টি থেকে আরবি লিপজিগ তারকা ডোমিনিক সোজোবোসলাই হাঙ্গেরির হয়ে জয়সূচক গোলটি করেন। এর মাধ্যমে ১৯৬২ সালের পর প্রথমবারের মত ইংল্যান্ডকে পরাজিত করার কৃতিত্ব দেখালো হাঙ্গেরি। গত বছর ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের ফাইনালে ইতালির কাছে পেনাল্টিতে পরাজিত হয়ে শিরোপা জয় করা হয়নি ইংলিশদের। ঐ পরাজয়টি ছিল গ্যারেথ সাউথগেটের দলের ২২ ম্যাচ পরে প্রথম পরাজয়।কাল ম্যাচ শেষে উচ্ছসিত হাঙ্গেরির অধিনায়ক এ্যাডাম জালাই বলেছেন, ‘আমরা ২০২০ ইউরোতে নিজেদের প্রমান করেছি। বিশ্বের সেরা  যেকোন দলের বিপক্ষে লড়াই করার সক্ষমতা আমাদের আছে। আজ আবারো আমরা তারই প্রমান দিলাম। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সেরা সুযোগগুলো কাজে লাগিয়েই আজ আমরা জয়ী হয়েছি।’ ইংল্যান্ডের মূল একাদশে কাল খেলতে নেমেছিলেন অভিষিক্ত লিস্টার সিটি ফুল-ব্যাক জেমস জাস্টিন ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ফরোয়ার্ড জ্যারড বোয়েন। কিন্তু সফরকারীরা কোনভাবেই স্বাগতিকদের ঝামেলায় ফেলতে পারেনি। ইংলিশ ম্যানেজার সাউথগেট বলেছেন, ‘এটা আমাদের জন্য খুবই হতাশার পরাজয়। কারন আমাদের জয়ের অভ্যাস গড়ে উঠেছে। শীর্ষ পর্যায়ে নিজেদের ধরে রাখতে হলে জয় ভিন্ন পথ খোলা নেই। এবারের মৌসুমটা বেশ লম্বা ছিল। তবে এখানকার গরমটা আমাদের ভুগিয়েছে। যে কারনে বেশ কয়েকজন খেলোয়াড়কে আমাদের খেলাতে হয়েছে।’ ২০২০ ইউরোতে সর্মথকদের অশোভন আচরনের শাস্তিস্বরুপ হাঙ্গেরিকে কাল দর্শক বিহীন স্টেডিয়ামে ম্যাচটি খেলতে হয়েছে। তবে উয়েফার গাইডলাইন অনুযায়ী অনুর্ধ্ব ১৪ বছর বয়সী ক্ষুদে সমর্থকদের জন্য ফ্রি টিকিট দেবার অনুমোদন ছিল। হাঙ্গেরিয়ান ফুটবল ফেডারেশন তার পূর্ণ সুবিধা গ্রহণ করে প্রায় ৩০ হাজার বাচ্চাকে স্টেডিয়ামে হাজির করেছিল।  ৬৬ মিনিটে সোল্ট নাগিকে ফাউলের অপরাধে ইংলিশ বদলী খেলোয়াড় রেসি জেমসের বিপক্ষে পেনাল্টি উপহার পায় হাঙ্গেরি। স্পট কিক থেকে জর্ডান পিটফোর্ডকে পরাস্ত করতে কোন ভুল করেনি সোজোবোসলাই।  এদিকে দিনের আরেক ম্যাচে ৭০ মিনিটে টিনএজ অভিষিক্ত উইলফ্রিড জিনোনটোর দুর্দান্ত ক্রসে রোমা অধিনায়ক লোরেঞ্জো পেলেগ্রিনি অনেকটাই পরিবর্তিত ইতালিকে এগিয়ে দেন। ১৮ বছর বয়সী জিনোনটো সুইস সুপার লিগে এফসি জুরিখের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পর প্রথমবারের মত জাতীয় দলে ডাক পান। যদিও ম্যাচে ফিরে আসতে জার্মানী খুব একটা সময় নেয়নি। মাত্র তিন মিনিটের মধ্যে জোনাস হফমানের বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় স্বাগতিক রক্ষনভাগ। সেই সুযোগটি পুরোপুরি কাজে লাগিয়ে জসুয়া কিমিচ জার্মানীকে স্বস্তির এক পয়েন্ট উপহার দেন।  মঙ্গলবার পরবতী ম্যাচে মিউনিখে জার্মানী ইংল্যান্ডের মোকাবেলা করবে। অন্যদিকে বিশ্বকাপের বাছাইপর্বের বাঁধা পেরুতে না পারা ইউরোপীয়ান চ্যাম্পিয়ন ইতালি হাঙ্গেরিকে আতিথেয়তা দিবে।  আরেক ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে এ্যাওয়ে ম্যাচে বিস্ময়করভাবে ১-০ গোলে হেরে গেছে আয়ারল্যান্ড। এনিয়ে গত নয় ম্যাচে প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেল আইরিশরা। লিগ-বি গ্রুপ ওয়ানের প্রথম ম্যাচে দ্বিতীয়ার্ধে এডুয়ার্ড স্পার্টসায়ানের একমাত্র গোলে আর্মেনিয়ার জয় নিশ্চিত হয়।  নেশন্স লিগের অপর ম্যাচগুরোতে জয়ী হয়েছে মন্টেনেগ্রো, লুক্সেমবার্গ ও তুরষ্ক। তবে বসনিয়া এন্ড হার্জেগোভেনিয়ার সাথে ১-১ গোলে ড্র করেছে ফিনল্যান্ড।  লিগ-এ’র প্রতিটি গ্রুপে বিজয়ীরা আগামী বছর জুনে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। অপর লিগগুলোতে চলবে প্রমোশন ও রেলিগেশন।


More News Of This Category