কুয়ালালামপুর, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ডেস্ক) : মালয়েশিয়ায় শনিবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে এক হাজার ৫৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ১৩ হাজার ৬৩১ জনে। স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়। মন্ত্রনালয়ের ওয়েবসাইটের তথ্যে বলা হয়, আক্রান্তদের ৫ জন দেশের বাইরে থেকে সংক্রমিত হয়ে এসছেন, ১,৫৮৬ জন দেশে সংক্রমিত হয়েছেন। নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩৫ হাজার ৬৮৬ জনে। এ সময়ে ২,১৮৫ জন সুস্থ্য হয়ে উঠেছেন, মোট কোভিড মুক্ত হয়েছেন ৪৪ লাখ ৫৫ হাজার ৪৯৮ জন। আক্রান্তদের মধ্যে ২২ হাজার ৪৪৭ জন চিকিৎসাধীন আছেন। এদের ২৭ জন ইনটেনসিভ কেয়ারে আছেন, তাদের অক্সিজেন সাপোর্ট দেয়া হচ্ছে।