চাঁদপুর,(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ) : বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুর সদর উপজেলার ৬০ জন নিবন্ধিত জেলের মধ্যে গতকাল দু’টি করে মোট ১২০টি ছাগল বিতরণের করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মকবুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের চাঁদপুর জেলার সহ-সভাপতি মো. শাহাআলম মল্লিক, জাতীয় মৎস্যজীবী সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো, তসলিম বেপারী প্রমুখ। উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, এই প্রকল্পের আওতায় গত ২০১৫ সাল থেকে চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলায় মৎস্য উন্নয়নের জন্য ব্যাপক ভূমিকা পালন করে আসছে। সরকারি জলাশয় খনন, জেলেদের সেলাই মেশিন, ভ্যানগাড়ি, ভেড়া, ছাগল, জালসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এতে অনেক জেলে স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছেন।