নওগাঁ, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ) : জেলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে আজ শোভাযাত্রা এবং আলোচনাসভার আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১০টায় সার্কিট হাউস থেকে বের করা হয় একটি বিশাল শোভাযাত্রা।এটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত এক আলোচনাসভায় সভাপতিত্ব করেন নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মকবুল হোসেন। জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এ আলোচনা সভায়প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- অতিরক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুনির আলী আকন্দ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. রফিকুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন। আলোচনা সভায় মুলপ্রবন্ধ উপস্থাপন করেন নওগাঁ কালেক্টরেট- এর সহকারী কমিশনার মো. ইকবাল হুসাইন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইব্রাহিমসহ জেল পর্যায়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে এ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।