,

গাজীপুরের কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা

গাজীপুর, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ): জেলার কালীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  আজ মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট শাহিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাকদ-উল-আলম, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারাজনা তাসলিম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মানজুর-এ-এলাহী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম প্রমুখ।  এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, ইউপি চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


More News Of This Category